বাগেরহাটের মোরেলগঞ্জে কারেন্ট পোকার (বাদামি ঘাস ফড়িং) কবল থেকে আমন ধান রক্ষার্থে করণীয় নির্ধারণের জন্য জরুরি সভা করেছে উপজেলা প্রশাসন।
আজ শনিবার বেলা ১২টায় অনুষ্ঠিত এ সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. দেলোয়ার হোসেন। প্রথান অতিথি ছিলেন উপজেলা চেয়ারম্যান অ্যাড. শাহ্-ই-আলম বাচ্চু। বিশেষ অতিথি ছিলেন, ভাইস চেয়ারম্যান মোজাম্মেল হক। এছাড়াও কৃষি কর্মকর্তা রেহেনা পারভিন, বিভিন্ন ইউনিয়ন চেয়ারম্যান, উপ-সহকারী কৃষি কর্মকর্তা ও গণমাধ্যমকর্মীরা সভায় উপস্থিত ছিলেন।
উল্লেখ্য, চলতি আমন মৌসুমে উপজেলার ১৬ টি ইউনিয়নের মধ্যে ৮টি ইউনিয়নে ধান ক্ষেতে কারেন্ট পোকার আক্রমণ দেখা দিয়েছে। এ পোকা দমনে ব্যর্থ হলে ২৬ হাজার হেক্টর জমিতে শতভাগ ফসলহানির আশঙ্কা রয়েছে। এমণ হলে ধান কাটার পূর্ব মুহুর্তে স্বপ্ন ছাই হবে ৪৫ হাজার কৃষকের।
এ সংক্রান্তে গত বৃহস্পতিবার বাংলাদেশ প্রতিদিনের অনলাইন ভার্সনে ‘মোরেলগঞ্জে ধান ক্ষেতে কারেন্ট পোকার আক্রমন আতঙ্কে ৪৫ হাজার কৃষক’ শিরোনামে সংবাদ প্রকাশিত হয়। সংবাদটি উপজেলা চেয়ারম্যান ও নির্বাহী কর্মকর্তার নজরে আসলে জরুরি সভার আয়োজন করা হয়।
বিডি-প্রতিদিন/আব্দুল্লাহ