২৮ নভেম্বর, ২০২০ ১৫:০৪

কারেন্ট পোকার হাত থেকে ধান রক্ষায় মোরেলগঞ্জে জরুরি সভা

মোরেলগঞ্জ প্রতিনিধি

কারেন্ট পোকার হাত থেকে ধান রক্ষায় মোরেলগঞ্জে জরুরি সভা

বাগেরহাটের মোরেলগঞ্জে কারেন্ট পোকার (বাদামি ঘাস ফড়িং) কবল থেকে আমন ধান রক্ষার্থে করণীয় নির্ধারণের জন্য জরুরি সভা করেছে উপজেলা প্রশাসন। 

আজ শনিবার বেলা ১২টায় অনুষ্ঠিত এ সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. দেলোয়ার হোসেন। প্রথান অতিথি ছিলেন উপজেলা চেয়ারম্যান অ্যাড. শাহ্-ই-আলম বাচ্চু। বিশেষ অতিথি ছিলেন, ভাইস চেয়ারম্যান মোজাম্মেল হক। এছাড়াও কৃষি কর্মকর্তা রেহেনা পারভিন, বিভিন্ন ইউনিয়ন চেয়ারম্যান, উপ-সহকারী কৃষি কর্মকর্তা ও গণমাধ্যমকর্মীরা সভায় উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, চলতি আমন মৌসুমে উপজেলার ১৬ টি ইউনিয়নের মধ্যে ৮টি ইউনিয়নে ধান ক্ষেতে কারেন্ট পোকার আক্রমণ দেখা দিয়েছে। এ পোকা দমনে ব্যর্থ হলে ২৬ হাজার হেক্টর জমিতে শতভাগ ফসলহানির আশঙ্কা রয়েছে। এমণ হলে ধান কাটার পূর্ব মুহুর্তে স্বপ্ন ছাই হবে ৪৫ হাজার কৃষকের।

এ সংক্রান্তে গত বৃহস্পতিবার বাংলাদেশ প্রতিদিনের অনলাইন ভার্সনে ‘মোরেলগঞ্জে ধান ক্ষেতে কারেন্ট পোকার আক্রমন আতঙ্কে ৪৫ হাজার কৃষক’ শিরোনামে সংবাদ প্রকাশিত হয়। সংবাদটি উপজেলা চেয়ারম্যান ও নির্বাহী কর্মকর্তার নজরে আসলে জরুরি সভার আয়োজন করা হয়।


বিডি-প্রতিদিন/আব্দুল্লাহ

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর