বগুড়ার আদমদীঘি উপজেলা প্রশাসনের আয়োজনে ৪২তম জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি মেলা অনুষ্ঠিত হয়েছে। তথ্য প্রযুক্তি সদ্য-ব্যবহার, আসক্তি রোধ, এই প্রতিপাদ্যকে সামনে রেখে রবিবার উপজেলা চত্বরে ৪২তম জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি মেলায় উপজেলার ১৪টি শিক্ষা প্রতিষ্ঠান স্টল বসায়।
এলক্ষে এক আলোচনা সভা উপজেলা নির্বাহী অফিসার সীমা শারমিনের সভাপতিত্বে অনুষ্ঠিত হয়। সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আলহাজ্ব সিরাজুল ইসলাম খান রাজু।
সভায় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন সহকারী কমিশনার(ভূমি) মাহবুবা হক, থানার অফিসার ইনর্চাজ জালাল উদ্দীন, উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি আবু রেজা খান, বিআরডিবি চেয়ারম্যান মিজানুর রহমান বাবু প্রমুখ।
বিডি প্রতিদিন/এ মজুমদার