করোনা প্রতিরোধে সচেতনতা বৃদ্ধির জন্য সিরাজগঞ্জে মাস্ক বিতরণ করেছে গ্রুপ থিয়েটার সংগঠন নাট্য নিকেতন।
সোমবার সকালে সিরাজগঞ্জের প্রেমক্লাব চত্বরে, চৌরাস্তা মোড়, মুজিব সড়ক এলাকায় এই মাস্ক বিতরণ করা হয়।
এ সময় সড়কে পথচারী ও রিকশাচালকসহ বিভিন্ন পরিবহনের চালকদের মধ্যে বিনামুল্যে মাস্ক বিতরণ করা হয়। একই সময় মাস্ক বিতরণের পাশাপাশি তারা মাস্ক ব্যবহার করার জন্য সাধারণ মানুষকে উদ্বুদ্ধ করে।
মাস্ক বিতরণে উপস্থিত ছিলেন সিরাজগঞ্জ প্রেসক্লাবের সভাপতি ফেরদৌস রবিন, সিরাজগঞ্জ নাট্য ফেডারেশনের সভাপতি হীরক গুণ, সিরাজগঞ্জ সম্মিলিত সাংস্কৃতিক জোটের সাধারণ সম্পাদক দিলীপ গৌর, সিরাজগঞ্জ প্রেস ক্লাবের সাংগঠনিক সম্পাদক আমিনুল ইসলাম এবং নাট্য নিকেতনের সাধারণ সম্পাদক হোসেন আলী ছোট্র।
বিডি-প্রতিদিন/সালাহ উদ্দীন