৩০ নভেম্বর, ২০২০ ২০:২৩

পচা ও বাসী খাবার বিক্রিসহ বিভিন্ন অপরাধে জরিমানা

কালিয়াকৈর (গাজীপুর) প্রতিনিধি

পচা ও বাসী খাবার বিক্রিসহ বিভিন্ন অপরাধে জরিমানা

গাজীপুরের কালিয়াকৈরের চন্দ্রা ত্রিমোড় এলাকায় সোমবার বিভিন্ন ব্যবসা প্রতিষ্ঠানে ভ্রাম্যমাণ আদালতের অভিযান পরিচালনা করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট কাজী হাফিজুল আমিন রুমেল। এসময় পচা ও বাসী খাবার বিক্রির অপরাধে   ৯টি হোটেলের মালিক এবং ৩টি টেলিকম সেন্টার ও মাস্ক ব্যবহার না করায় দুই পথচারীকে মোট ২৯ হাজার ৪০০ টাকা জরিমানা করা হয়।

নির্বাহী ম্যাজিস্ট্রেট কাজী হাফিজুল আমিন রুমেল জানান, যারা ব্যবসা প্রতিষ্ঠানের নিয়মনীতি না মেনে ব্যবসা পরিচালনা করছেন তাদের বিরুদ্ধে স্থানীয় সরকার পৌরসভা আইন ২০০৯ এর ৪৩ধারা ও ভোক্তা অধিকার আইনে মোবাইল কোর্ট পরিচালনা করা হয়েছে। যারা দোষী সাবস্ত হয়েছে তাদের জরিমানা করা হয়েছে।

তিনি আরও বলেন, প্রধানমন্ত্রীর নির্দেশনা মোতাবেক সকলকেই মাস্ক ব্যবহার করতে বাধ্য করছি। যারা মাস্ক ব্যবহার ছাড়া রাস্তা ঘাটে বের হচ্ছে আমরা তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করছি। এছাড়া যারা পৌরসভার নিয়ম না মেনে ব্যবসা পরিচালনা করছে তারা যাতে পৌরসভার ট্রেড লাইসেন্স নিয়ে নিয়ম মেনে ব্যবসা পরিচালনা করে তার ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে।

বিডি প্রতিদিন/ফারজানা

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর