ফরিদপুর পৌরসভার নির্বাচন স্থগিত করে হাইকোর্টের দেওয়া আদেশ ৮ সপ্তাহের জন্য স্থগিত করেছেন আপিল বিভাগের চেম্বার বিচারপতি মো. নূরুজ্জামান। ফলে আগামী ১০ ডিসেম্বর ওই নির্বাচন হতে কোনো বাধা থাকলো না বলে জানিয়েছেন আইনজীবীরা।
হাইকোর্ট গত ২৫ নভেম্বর এক আদেশে পৌরসভা নির্বাচন ছয়মাসের জন্য স্থগিত করেন। ফরিদপুর পৌরসভার বর্ধিত এলাকার ভোটার মো. আতিয়ার রহমানের করা এক রিট আবেদনে এ আদেশ দেওয়া হয়। এই আদেশ স্থগিত চেয়ে আপিল বিভাগের চেম্বার বিচারপতির আদালতে সরকারপক্ষে আবেদন করা হয়।
মঙ্গলবার এ আবেদনের ওপর শুনানি শেষে হাইকোর্টের আদেশ স্থগিত করেছেন আদালত। আদালতে রাষ্ট্রপক্ষে আইনজীবী ছিলেন অ্যাটর্নি জেনারেল এ এম আমিন উদ্দিন। রিট আবেদনকারীপক্ষে ছিলেন ব্যারিস্টার রুহুল কুদ্দুস কাজল।
উল্লেখ্য, ২৭টি ওয়ার্ড নিয়ে গঠিত ফরিদপুর পৌরসভায় মোট ভোটার সংখ্যা এক লাখ ৪৮ হাজার ৩১৩ জন। এদের মধ্যে পুরুষ ভোটার ৭১ হাজার ৭৮৬ জন এবং নারী ভোটার ৭৬ হাজার ৫৭১ জন।
বিডি প্রতিদিন/হিমেল