ঝিনাইদহে শেষ হয়েছে এসএসসি ব্যাচ ভিত্তিক ক্রিকেট টুর্নামেন্টের ফাইনাল খেলা।
ফাইনাল খেলায় মুখোমুখি হয় ভাটই মাধ্যমিক বিদ্যালয়ের এসএসসি ২০১২ সালের ব্যাচ ও ২০২০ সালের ব্যাচ। টসে জিতে ব্যাটিং এ নামে ২০১২ ব্যাচ একাদশ। নির্ধারিত ১২ ওভারের খেলায় ৫ ইউকেটে হারিয়ে ১১১ রান করে তারা মাঠ ছাড়ে। পরে ২০২০ সালের শিক্ষার্থীরা ১২ ওভারে ৬ উইকেটে হারিয়ে ১১১ রান করে খেলা সমতায় আনে। কমিটির সিদ্ধান্ত মোতবেক পরে সুপার ওভারে ২০১২ সালের ব্যাচ ৩ রানে জয়লাভ করে।
লীগ ভিত্তিতে এ টুর্নামেন্টে অংশ নেয় ভাটই মাধ্যমিক বিদ্যালয়ের এসএসসি ব্যাচের ১৩ টি দল।
খেলা শেষে বিকেলে ঝিনাইদহ-১ আসনের সংসদ সদস্য আব্দুল হাই বিজয়ী দলের মাঝে পুরস্কার বিতরণ করেন। এসময় জেলা আওয়ামী লীগ নেতা আব্দুল হাকিম, সাহাবুদ্দিন সাবুসহ বিদ্যালয়ের শিক্ষক, শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।
বিডি-প্রতিদিন/সালাহ উদ্দীন