৬ ডিসেম্বর, ২০২০ ০২:৪৩

কিশোরগঞ্জে নাট্যোৎসব অনুষ্ঠিত

কিশোরগঞ্জ প্রতিনিধি:

কিশোরগঞ্জে নাট্যোৎসব অনুষ্ঠিত

কিশোরগঞ্জে অনুষ্ঠিত হয়েছে ১৭তম মানবাধিকার নাট্যোৎসব। শনিবার সন্ধ্যায় শহীদ সৈয়দ নজরুল ইসলাম চত্বরে এ উৎসব অনুষ্ঠিত হয়। শুরুতেই দর্শকদের মাঝে মাস্ক বিতরণ করেন মানবাধিকার নাট্য পরিষদের (মানাপ) কর্মীরা। 

সংস্কৃতিকর্মী ও জেলা পরিষদের সদস্য ফৌজিয়া জলিল ন্যান্সী কর্তৃক প্রদীপ প্রজ্জ্বলনের মাধ্যমে নাট্যোৎসবের উদ্বোধন করা হয়। মানাপের সভাপতি হারুন-আল-রশীদের সভাপতিত্বে মঞ্চে অনুষ্ঠিত আলোচনায় বক্তব্য রাখেন বঙ্গবন্ধু আবৃত্তি পরিষদের সভাপতি কোহিনুর আফজল, মানবাধিকার কর্মী অপূর্ব দাস, অধ্যাপক বদরুল হুদা সোহেল, ছড়াকার সাদেকুর রহমান রতন, আবৃত্তিকার ম ম জুয়েল ও মানাপ কর্মী সুমাইয়া মীম। 

মানাপ কর্মী আদৃতার একক অভিনয়, রিফাত ইসলামের মূকাভিনয় ও সুব্রত দে টুনটুনের নৃত্য পরিবেশনের পর মানাপ মঞ্চায়ন করে অন্ধের দ্বন্দ্ব, কমলাকান্তের জবানবন্দী ও কালের ধ্বনি নামে নারী জাগরণের নাটক। সঙ্গীত পরিবেশনের মাধ্যমে উৎসবের সমাপ্তি ঘোষণা করা হয়।

বিডি প্রতিদিন/ মজুমদার 

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর