প্রবীণ ও নবীনের সমন্বয়ে গাজীপুরের শ্রীপুর প্রেসক্লাবের নতুন কমিটি গঠন করা হয়েছে। শনিবার (৫ ডিসেম্বর) সন্ধ্যায় শ্রীপুর প্রেসক্লাব কার্যালয়ে সংগঠনের সহ-সভাপতি আলমগীর হোসেনের সভাপতিত্বে সাধারণ সভা অনুষ্ঠিত হয়।
সভায় উপস্থিত সকল সদস্যদের সম্মতিতে আগামী দুই বছরের জন্য (২০২১-২০২২) মেয়াদে শ্রীপুর প্রেসক্লাবের কমিটি গঠন করা হয়। কমিটিতে সভাপতি ও সাধারণ সম্পাদকসহ ৯ জন সম্পাদক মন্ডলী এবং ৬ জন কার্যনির্বাহী সদস্য নির্বাচন করা হয়েছে।
প্রবীণ সাংবাদিক শ্রীপুর প্রেসক্লাবের প্রতিষ্ঠাতা কোষাধক্ষ্য আলমগীর হোসেনকে (দৈনিক আলোকিত প্রতিদিন) সভাপতি এবং মাহবুবুর রহমান (দৈনিক বাংলাদেশ প্রতিদিন) সাধারণ সম্পাদক করে ১৫ সদস্য বিশিষ্ট কার্যনির্বাহী কমিটি গঠন করা হয়।
কার্যনির্বাহী কমিটির অ্যন্যান্য পদে দায়িত্বপ্রাপ্তরা হলেন- সহ-সভাপতি আনিছুর রহমান শামীম (দৈনিক বাংলাদেশ জার্নাল), যুগ্ন সম্পাদক আব্দুল্লাহ-আল মামুন (দৈনিক খোলা কাগজ), সাংগঠনিক সম্পাদক মোঃ মাসুদ রানা (দৈনিক আমার সংবাদ), ক্রীড়া ও সাংস্কৃতিক সম্পাদক এনামুল হক আকন্দ (দৈনিক মানবজমিন), কোষাধ্যক্ষ মোঃ মোক্তার হোসেন (দৈনিক গণমুক্তি), প্রচার ও প্রকাশনা সম্পাদক মোঃ সেলিম শেখ (দৈনিক সমাচার), দপ্তর সম্পাদক মোঃ সাদেক মিয়া (দৈনিক সবুজ নিশান), কার্যনির্বাহী সদস্যরা হলেন নাসির উদ্দিন জর্জ (দৈনিক ভোরের কাগজ), রায়হানুল ইসলাম আকন্দ (দৈনিক যুগান্তর), বশির আহমেদ কাজল (দৈনিক দিনকাল), মোঃ রুহুল আমীন (দৈনিক সংবাদ), মোতাহার হোসেন খান (দৈনিক আমাদের নতুন সময়) এবং এমদাদুল হক (দৈনিক ভোরের দর্পণ)।
শ্রম ও কর্মসংস্থান মন্ত্রনালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সদস্য ও গাজীপুর-৩ আসনের এমপি মুহাম্মদ ইকবাল হোসেন সবুজ নবগঠিত কমিটির সকল সদস্যকে অভিনন্দন জানিয়েছেন।
নবগঠিত কমিটির সভাপতি প্রবীণ সাংবাদিক আলমগীর হোসেন বলেন, ১৯৯৩ সালে প্রতিষ্ঠিত ঐতিহ্যবাহী শ্রীপুর প্রেসক্লাব শ্রীপুর উপজেলার আর্থ-সামাজিক উন্নয়নে কাজ করে আসছে। প্রেসক্লাবের সাথে জড়িত সাংবাদিকগণ বিভিন্ন দুর্নীতি ও অনিয়মের পাশাপাশি সম্ভাবনার সংবাদ পরিবেশন ও প্রকাশ করে আসছে। অতীতের ন্যায় শ্রীপুর প্রেসক্লাবের নবগঠিত কমিটির নেতৃবৃন্দ সকল সদস্যদেরকে সাথে নিয়ে সাংবাদিকদের অধিকার আদায়ে কাজ করবে বলে আশা করছি।
বিডি-প্রতিদিন/আব্দুল্লাহ