বেতন বৈষম্যে নিরসন, নিয়োগ বিধি সংশোধনসহ ৩ দফা দাবিতে টানা ১১ দিনের মত ঝিনাইদহে কর্মবিরতি পালন করেছে স্বাস্থ্য সহকারীরা।
সকাল থেকে শহরের পুরাতন হাসপাতাল, কালীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সসহ জেলার বিভিন্ন উপজেলায় এ কর্মবিরতি পালন করছে ১৮৪ জন স্বাস্থ্য সহকারী।
গত ২৬ নভেম্বর থেকে শুরু হওয়া এ কর্মসূচি চলছে প্রতিদিন সকাল ৯টা থেকে বিকাল ৩টা পর্যন্ত। কর্মবিরতি দিয়ে তারা অফিস প্রাঙ্গনে বিক্ষোভ ও সমাবেশ করছেন।
এসময় আন্দোলকারীরা, স্বাস্থ্যমন্ত্রীর লিখিত প্রতিশ্রুতি মোতাবেক স্বাস্থ্য পরিদর্শকদের ১১তম, সহকারী স্বাস্থ্য পরিদর্শকদের ১২তম এবং স্বাস্থ্য সহকারীদের ১৩তম গ্রেডে উন্নীতকরণসহ বেতন বৈষম্য নিরসনের দাবি জানান।
এদিকে কর্মবিরতির কারণে বিপাকে পড়েছেন টিকা নিতে আসা শিশুদের স্বজনরা।
বিডি প্রতিদিন/ ওয়াসিফ