নিয়োগ বিধি সংশোধন বেতন বৈষম্য নিরসনসহ চার দফা দাবিতে নোয়াখালীতে ১১তম দিনের মতো স্বাস্থ্য সহকারীরা কর্মবিরতি পালন করছে।
গত ২৬ নভেম্বর থেকে হেলথ অ্যাসিস্ট্যান্ট এসোসিয়েশনের ব্যানারে একযোগে জেলার ৯টি উপজেলায় একযোগে এ কর্মসূচি পালিত হচ্ছে।
স্বাস্থ্য সহকারীদের এ কর্মবিরতির কারণে জেলায় দুই হাজার ২৫০টি সম্প্রদারিত টিকাদান কেন্দ্র বন্ধ হয়ে আছে। এছাড়া ৯ মাস থেকে ১০ বছর বয়সী প্রায় ১০ লক্ষ শিশুর হাম রুবেলার টিকা পাওয়া অনিশ্চিত হয়ে পড়েছে।
বিডি-প্রতিদিন/ সালাহ উদ্দীন