জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী উপলক্ষে নেত্রকোনা জেলা প্রশাসন আয়োজিত ‘শতবর্ষে শত অনুষ্ঠান’ কর্মসূচির আজ রবিবার থেকে যাত্রা শুরু করবে। জেলা শিল্পকলা একাডেমির সহযোগিতায় প্রতিদিন সন্ধ্যা সাতটায় জেলা প্রশাসকের অফিসিয়াল ফেইসবুক পেইজ থেকে অনুষ্ঠন সম্প্রচার করা হবে।
এ উপলক্ষে গত শনিবার (৫ ডিসেম্বর) রাত ৮টায় উদ্বোধনী অনুষ্ঠানের আয়োজন করা হয় জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে। আজ রবিবার থেকে শুরু হয়ে আগামী ১৭ মাচ পর্যন্ত ১শ দিনব্যাপী এসব অনুষ্ঠান ভার্চুয়াল প্লাটফর্মে প্রচার করা হবে।
করোনার মহামারিতে ভার্চুয়াল পদ্ধতিতে জেলা প্রশাসক কাজি আবদুর রহমানের সভাপতিত্বে শত অনুষ্ঠানের উদ্বোধন ঘোষণা করেন ‘বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকী উদযাপন জাতীয় বাস্তবায়ন কমিটি’র প্রধান সমন্বয়ক ড. কামাল আবদুল নাসের চৌধুরী।
এসময় প্রধান অতিথি হিসেবে অনলাইনে অনুষ্ঠানে যুক্ত হয়ে বক্তব্য দেন ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রী মোস্তফা জব্বার। এসময় অনুষ্ঠানে সরাসরি নেত্রকোনায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সমাজকল্যাণ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী বীর মুক্তিযোদ্ধা আশরাফ আলী খান খসরু। অন্যান্যের মধ্যে ছিলেন পুলিশ সুপার মো. আকবর আলী মুনসী, উপজেলা পরিষদ চেয়ারম্যান তফসীর উদ্দিন খানসহ অন্যরা।
এছাড়াও ভার্চুয়াল পদ্ধতিতে আরও বক্তব্য দেন ময়মনসিংহ বিভাগীয় কমিশনার মো. কামরুল হাসান এনডিসি, স্বাধীনতা পুরস্কার প্রাপ্ত প্রাবন্ধিক অধ্যাপক যতীন সরকার, শেখ হাসিনা বিশ্ববিদ্যালয়ের ভিসি ড. মো. রফিক উল্লাহ, কেন্দুয়া আটপাড়া আসনের এমপি অসীম কুমার উকিল, সংরক্ষিত আসনের এমপি জাকিয়া পারভীন মণিসহ অনেকেই।
বিডি প্রতিদিন/ফারজানা