কুষ্টিয়ায় বঙ্গবন্ধুর ভাস্কর্য ভাঙচুর ও ঢাকায় ভাস্কর্য নির্মাণে বিরোধিতার নামে জনমনে বিভ্রান্তি ছড়ানোর প্রতিবাদে যশোরে বিক্ষোভ মিছিল ও মানববন্ধন কর্মসূচি পালিত হয়েছে।
যশোর জেলা মহিলা আওয়ামী লীগের উদ্যোগে রবিবার সকাল ১১টায় শহরের বকুলতলায় বঙ্গবন্ধুর ম্যুরালের পাশে আয়োজন করা হয় মানববন্ধন কর্মসূচির।
জেলা মহিলা আওয়ামী লীগের সভাপতি লায়জু জামানের নেতৃত্বে দুই শতাধিক নেতাকর্মী মানববন্ধনে অংশ নেন।
মানববন্ধন শেষে বঙ্গবন্ধুর ম্যুরাল থেকে বিক্ষোভ মিছিল শুরু হয়। মিছিলটি শহরের গুরুত্বপূর্ণ সড়কগুলো প্রদক্ষিণ করে চৌরাস্তায় গিয়ে শেষ হয়।
বিডি-প্রতিদিন/ সালাহ উদ্দীন