কুষ্টিয়ায় বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ভাস্কর্য ভাংচুরের প্রতিবাদে ঝিনাইদহে বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। জেলা ছাত্রলীগের আয়োজনে আজ রবিবার সকালে সরকারি কেসি কলেজ চত্বর থেকে একটি বিক্ষোভ মিছিল বের করা হয়।
মিছিলটি শহরের বিভিন্ন সড়ক ঘুরে পোস্ট অফিস মোড়ে গিয়ে শেষ হয়। এতে ছাত্রলীগ, স্বেচ্ছাসেবক লীগ, যুবলীগসহ অঙ্গ ও সহযোগি সংগঠনের নেতাকর্মীরা অংশ নেয়। পরে পোস্ট অফিস মোড়ে সংক্ষিপ্ত সমাবেশে জেলা ছাত্রলীগের সভাপতি রানা হামিদসহ অন্যান্যরা বক্তব্য রাখেন।
এদিকে, একই কারণে ঝিনাইদহের শৈলকুপায় বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়েছে। সকালে বিক্ষোভ মিছিলটি উপজেলা পরিষদ চত্বর থেকে বের হয়ে কবিরপুর হাসপাতাল গেট ঘুরে চৌরাস্তার মোড়ে এসে সমাবেশে অনুষ্ঠিত হয়।
বিক্ষোভ মিছিল শেষে শৈলকুপা চৌরাস্তার মোড়ে প্রতিবাদ সভায় জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি ও জেলা মুক্তিযোদ্ধা কমান্ডার মকবুল হোসেনের সভাপতিত্বে সংক্ষিপ্ত বক্তব্য বক্তব্য রাখেন জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক এম আব্দুল হাকিম আহমেদসহ আওয়ামী লীগ নেতৃবৃন্দ।
বিডি-প্রতিদিন/আব্দুল্লাহ