কুষ্টিয়ায় জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ভাস্কর্য ভাঙচুরের প্রতিবাদে ঝালকাঠির নলছিটিতে বিক্ষোভ মিছিল করেছে ছাত্রলীগের নেতাকর্মীরা।
রবিবার (৬ ডিসেম্বর) বেলা ১১টায় উপজেলা শহরের সাথীর মোড় থেকে বিক্ষোভ মিছিল শুরু হয়ে বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ শেষে একই স্থানে এসে শেষ হয়।
বিক্ষোভ মিছিলে উপজেলা ছাত্রলীগ, পৌর ছাত্রলীগ ও বিভিন্ন ইউনিয়ন শাখা ছাত্রলীগের নেতাকর্মীরা অংশ নেয়। পর অনুষ্ঠিত সমাবেশে বক্তব্য রাখেন উপজেলা ছাত্রলীগের সভাপতি অনিক রহমান সরদার, সাধারণ সম্পাদক দিদারুল আলম রায়হান, পৌর ছাত্রলীগের সাধারণ সম্পাদক অন্তনু পালিত অন্তু প্রমুখ।
বিডি প্রতিদিন/হিমেল