কৃষি নির্ভর দিনাজপুর অঞ্চলে বীজ সংকটের স্থায়ী সমাধানসহ কৃষি উপকরন সহজলভ্য এবং সরবরাহ নিশ্চিত করতে সরকারের কাছে দাবি জানিয়েছেন কৃষকরা।
বৃহস্পতিবার সকাল ১১টায় দিনাজপুর প্রেসক্লাব মিলনায়তনে খাদ্য নিরাপত্তা নেটওয়ার্কের উদ্যোগে কৃষক শুনানীতে এ দাবি জানানো হয়।
বক্তারা অভিভোগ করেন, আগে কৃষক নিজেরাই বীজ সংরক্ষন করতো। এখন মাল্টি ন্যাশনাল কোম্পানীগুলো সরকারের ঘরে বীজ সরবরাহ করে। এতে করে বীজের মান ঠিক থাকে না। গণশুনানীতে কৃষকরা সরকারের কাছে বীজ সংকটের স্থায়ী সমাধান চেয়েছেন।
গণশুনানীতে কৃষক জাকির হোসেন বলেন, চলতি মওসুমে আলু বীজ সংকটে পড়ে এ অঞ্চলের আলু চাষীরা। নির্ধারিত মূল্যের চেয়ে বিএডিসি থেকে বেশী দামে বীজ কিনতে হয়েছে। বরাবর মানসম্মত বীজ বাজারে পাওয়া যায় না।
বাংলাদেশ কৃষক সমিতি দিনাজপুরের সভাপতি বদিউজ্জামান বাদলের সভাপতিত্বে কৃষক শুনানীতে উপস্থিত ছিলেন নাগরিক সংহতির সাধারন সম্পাদক শরীফুজ্জামান, শ্রমিক নেতা সহিদুল ইসলাম, আকতার আজিজ, কৃষক সমিতির সাধারণ সম্পাদক দয়ারাম রায়, কৃষক জাকির হোসেন প্রমুখ।
বিডি-প্রতিদিন/সালাহ উদ্দীন