দোকান ও ব্যবসা প্রতিষ্ঠান থেকে টাকা তুলতে তুলতে নওগাঁ জেলা থেকে আসা সার্কাসের একটি হাতির মৃত্যু হয়েছে। আজ বৃহস্পতিবার ভোরে সিরাজগঞ্জ সদর উপজেলার সীমান্ত বাজার এলাকার পেট্রোল পাম্পের পাশে হাতিটি মারা যায়। করোনার কারণে সার্কাস বন্ধ থাকায় টাকা তুলেই হাতিটির ভরণপোষণ চলছিল।
হাতিটির মাহুত সোহেল হোসেন জানান, হাতিটির বয়স প্রায় ৮৫ বছর। কয়েক মাস আগে হাতিটির পক্স রোগ হওয়ায় নওগাঁয় চিকিৎসার জন্য নেওয়া হয়। চিকিৎসা শেষে গত ২০ দিন ধরে হেঁটে হেঁটে নওগা থেকে সিরাজগঞ্জে আসার পর হাতিটি আবারও অসুস্থ হয়ে পড়ে। গতকাল বুধবার (৯ ডিসেম্বর) রাত থেকেই অসুস্থতা বেড়ে যায়। এ অবস্থায় বৃহস্পতিবার ভোরে হাতিটি মারা যায়। হাতিটির মালিক আব্দুল জলিলের বাড়ি সিলেটে। তার আরও ৫টি হাতি রয়েছে।
স্থানীয় পরিবেশবাদী সংগঠন বার্ড সেফটি হাউজের সভাপতি মামুন বিশ্বাস জানান, হাতিটি অসুস্থ হওয়ার খবর পেয়ে রাতেই তাদের সঙ্গে যোগাযোগ করার চেষ্টা করি। অবশেষে ভোরে যোগাযোগ করে জানতে পারি হাতিটির মৃত্যু হয়েছে। বিষয়টি রাজশাহী বন বিভাগের বন্যপ্রাণী ব্যবস্থাপনা ও প্রকৃতি সংরক্ষণ বিভাগকে অবগত করা হয়েছে।
সিরাজগঞ্জ সামাজিক বন বিভাগের ভারপ্রাপ্ত কর্মকর্তা ঋষিকেশ চন্দ্র রায় জানান, হাতির মালিকের লাইসেন্স আছে কিনা এবং হাতিটি বৈধ পথে আনা হয়েছে কিনা তা খতিয়ে দেখার পর প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে। এছাড়াও হাতিটির কি কারণে মৃত্যু হয়েছে, চিকিৎসায় অবহেলা হয়েছে কিনা তাও খতিয়ে দেখা হবে।
বিডি-প্রতিদিন/আব্দুল্লাহ