সিরাজগঞ্জের সলঙ্গা থেকে বিলুপ্ত প্রায় প্রজাতির একটি শকুন উদ্ধার করা হয়েছে। আজ বৃহস্পতিবার বিকেলে পরিবেশবাদী সংগঠন দি বার্ড সেফটি হাউজের সদস্যরা জেলার সলংগা থানার ধুবিল ইউনিয়নের চরধুবিল গ্রামের মাসুম হোসেনের বাড়ি থেকে শকুনটি উদ্ধার করেন।
দি বার্ড সেফটি হাউজের চেয়ারম্যান মামুন বিশ্বাস জানান, চরধুবিল এলাকার কিছু যুবক পুকুরের মধ্যে ভেজা অবস্থায় শকুনটি ধরে ফেলে। পরে ওই এলাকার মাসুম হোসেন তার বাড়িতে নিয়ে শকুনটি বেঁধে রাখে। জানতে পেরে যোগাযোগ করা হলে মাসুম হোসেন শকুনটি দিতে রাজি হয় না। বিকেলে দৈনিক বাংলাদেশ প্রতিদিন ও নিউজ২৪ এর জেলা প্রতিনিধি আব্দুস সামাদ সায়েম, সাংবাদিক সোহেল রানা ও সাংবাদিক শাহ আলী জয় ও সংগঠনের সদস্য লোকমান হোসেনকে সাথে নিয়ে গিয়ে মাসুমের বাড়িতে গিয়ে শকুনটি উদ্ধার করে নিয়ে আসা হয়।
তিনি জানান, শকুনটি ঘুরতে এসে অসুস্থ হয়ে উড়তে না পারায় পড়ে গিয়েছিল। শকুনটির নাম বৈজ্ঞানিক নাম হিমালয় গ্রিধিনী। ইতোমধ্যে শকুনটিকে সুস্থ করার জন্য সেবাযত্ন করা হচ্ছে। আর বন্যপ্রাণী ও প্রকৃতি সংরক্ষন রাজশাহী বিভাগীয় অফিসে যোগাযোগ করা হয়েছে। তারা যেখানে হস্তান্তরের নির্দেশ দিবেন সেখানেই হস্তান্তর করা হবে।
বিডি-প্রতিদিন/আব্দুল্লাহ