গাইবান্ধার পলাশবাড়ী পৌরসভার প্রথম নির্বাচন শতভাগ ইভিএম'র মাধ্যমে বৃহস্পতিবার শান্তিপূর্ণ ভোটগ্রহণের মাধ্যমে সম্পন্ন হয়েছে। পৌরসভা নির্বাচনে মেয়র পদে স্বতন্ত্র প্রার্থী (বিদ্রোহী আওয়ামী লীগ) গোলাম সারোয়ার প্রধান বিপ্লব নারিকেল গাছ প্রতীকে ১০ হাজার ২৬২ ভোট পেয়ে বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রার্থী আওয়ামী লীগ মনোনীত নৌকা প্রতীকের আবু বক্কর প্রধান ৫ হাজার ৮৬৭ ভোট পেয়েছেন।
জেলা নির্বাচন কর্মকর্তা ও রিটার্নিং অফিসার আব্দুল মোত্তালিব পলাশবাড়ি উপজেলা পরিষদ হলরুমে এ ফলাফল ঘোষণা করেন।
নির্বাচনে মেয়র পদে আওয়ামী লীগ, বিএনপি, জাতীয় পার্টি দলীয় মনোনীত প্রার্থীসহ ৬ জন প্রতিদ্বন্দ্বিতা করেন। সংরক্ষিত মহিলা কাউন্সিলরের ৩টি ওয়ার্ডে ২২ জন ও সাধারণ কাউন্সিলরের ৯ ওয়ার্ডে ৮৪ জন প্রার্থীসহ মোট ১১২ জন প্রার্থী নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করেন।
বিডি প্রতিদিন/আরাফাত