নোয়াখালীর বেগমগঞ্জ উপজেলা পরিষদের উপনির্বাচনে চেয়ারম্যান পদে আওয়ামী লীগ প্রার্থী শাহনাজ বেগম ১ লাখ ৫৮ হাজার ৬৪২ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী বিএনপি প্রার্থী মঞ্জুরুল আজিম পেয়েছেন ২৩ হাজার ২৫৮ ভোট।
এর আগে, বৃহস্পতিবার সকাল ৯টা থেকে ১৪৬টি কেন্দ্রে একযোগে শুরু হয়ে বিকাল ৫টায় ভোটগ্রহণ শেষ হয়। উপজেলার মোট ভোটার সংখ্যা ছিল ৪ লাখ ১৬ হাজার ২৩৪ জন।
গত ২৭ সেপ্টম্বর বেগমগঞ্জ উপজেলা পরিষদ চেয়ারম্যান ওমর ফারুক বাদশা মৃত্যুবরণ করায় শূন্যপদে এ উপনির্বাচন অনুষ্ঠিত হয়। নির্বাচনে চেয়ারম্যান পদে প্রতিদ্বন্দ্বী প্রার্থী ছিলেন চার জন।
বিডি-প্রতিদিন/বাজিত হোসেন