কুড়িগ্রাম জেলা আইনজীবী সমিতির দ্বিবার্ষিক নির্বাচনের ফলাফল ঘোষণা করা হয়েছে। এবারের নির্বাচনে ১৯টি পদের মধ্যে ১৫টি পদে আওয়ামী লীগ সমর্থিত প্যানেল বিপুল ভোটে বিজয়ী হয়েছে। আর বিএনপি সমর্থিত প্রার্থী ৩টি কার্যনির্বাহী সদস্য পদে বিজয়ী হয়েছেন।
আওয়ামী লীগ সমর্থিত সম্মিলিত আইনজীবী সমন্বয় পরিষদ সভাপতি পদে এডভোকেট মুসা মিয়া ও সাধারণ সম্পাদক পদে এডভোকেট আমজাদ হোসেনকে বিজয়ী ঘোষণা করা হয়। অপরদিকে বিএনপি সমর্থিত আইনজীবী ঐক্য প্যানেলে পরাজিত প্রার্থীর সংখ্যাই বেশি। তারা ৩টি কার্যকরী পদে জয়ী হয়েছে।
এর আগে বৃহস্পতিবার সকাল ১০টা থেকে বিকেল ৩টা পর্যন্ত আইনজীবী সমিতির এডভোকেট নজীর হোসেন সরকার মিলনায়তনে ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়। নির্বাচন সুষ্ঠু ও নিরপেক্ষ করতে এবং নাশকতা এড়াতে জেলা পুলিশ সুপার মহিবুল ইসলাম খান ভোটকেন্দ্র পরিদর্শন করেন। ভোটগ্রহণ শেষে বৃহস্পতিবার রাত ১০টায় আনুষ্ঠানিকভাবে ফলাফল ঘোষণা করা হয়।
এতে আওয়ামী লীগ সমর্থিত সম্মিলিত আইনজীবী সমন্বয় পরিষদ থেকে সভাপতি পদে ৭৯ ভোট পেয়ে বিজয়ী হন এডভোকেট মুসা মিয়া।তাছাড়া তার নিকটতম প্রতিদ্বন্দ্বী ঐক্য প্যানেলের এডভোকেট মুহা. ফকরুল ইসলাম ভোট পান ৭৬। অন্যদিকে, সাধারণ সম্পাদক পদে সম্মিলিত আইনজীবী সমন্বয় পরিষদের এডভোকেট আমজাদ হোসেন ৮৪ ভোট পেয়ে বিজয়ী হন। আর ঐক্য প্যানেলের এডভোকেট আবুল কাশেম পান ৬৭ ভোট। এছাড়াও অন্যান্য পদেও প্রার্থীদের ফল ঘোষণা করা হয়।
প্রধান নির্বাচন কমিশনার এডভোকেট শামসুল হক সরকার এ ফল ঘোষণা করেন।
বিডি-প্রতিদিন/বাজিত হোসেন