রাঙামাটিতে এবার হাম রুবেলা টিকা দেওয়া হবে এক লাখ ৩২ হাজার শিশুকে। শুক্রবার দুপুরে রাঙামাটি জেলা স্বাস্থ্য বিভাগের কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এসব তথ্য জানানো হয়।
এ সময় জেলা সিভিল সার্জন ডা. বিপাশ খীসা, ডা. মো. মোস্তফা কামাল ও ডা. জয়ধন তঞ্চঙ্গ্যা উপস্থিত ছিলেন।
রাঙামাটি জেলা সিভিল সার্জন ডা. বিপাশ খীসা বলেন, জাতীয় কর্মসূচির অংশ হিসেবে রাঙামাটি জেলায় ১২ ডিসেম্বর থেকে ২৪ জানুয়ারি পর্যন্ত এ টিকাদান ক্যাম্পেইন পরিচালিত হবে। জেলায় ৯ মাস থেকে ১০ বছরের কম বয়সী মোট এক লাখ ৩৮ হাজার ৮৪৩ শিশুকে ঠিকাদানের জন্য লক্ষ্য নির্ধারণ করা হয়েছে।
তিনি আরও বলেন, রাঙামাটি জেলায় ৪০২ জন ভ্যাক্সিনেটর, ১৫৯ জন সুপারভাইজারসহ অন্যান্য স্বেচ্ছাসেবক হাম-রুবেলা (এমআর) টিকাদান ক্যাম্পেইন চলবে দেড় মাসব্যাপী। হাম রুবেলা রোগ সাধারণত শিশুদের হয়ে থাকে। ৯ মাস থেকে ১০ বছর বয়সী শিশুদের এই টিকা দেওয়া হবে। এ টিকা দেওয়ার পর শিশুদের হয়তো কিছু সমস্যা দেখা দিতে পারে। তবে ভয় পাওয়ার কিছু নেই। আমরা চাই এ টিকা থেকে যেন একটি শিশুও বাদ না যায়। যার মাধ্যমে আমরা হাম রুবেলাকে জয় করতে চাই। করোনার কারণে মাস্ক ও সামাজিক দূরত্ব বজায় রেখে এ টিকাদান কার্যক্রম পরিচালনার জন্য সব ধরনের ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।
বিডি-প্রতিদিন/বাজিত হোসেন