নোয়াখালীর বেগমগঞ্জে উপজেলা পরিষদের চেয়ারম্যান পদে উপ-নির্বাচনে অনিয়ম, ব্যালট পেপার ছিনতাই, কেন্দ্র দখল ও ভোট জালিয়াতির অভিযোগ এনে পুনঃনির্বাচনের দাবি জানিয়েছেন বিএনপির প্রার্থী মঞ্জুরুল আজিম সুমন। শুক্রবার বিকালে চৌমুহনীতে নিজ নির্বাচনী অফিসে এক সংবাদ সম্মেলনে তিনি এই দাবি জানান।
সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন বেগমগঞ্জ উপজেলা বিএনপির সভাপতি কামাক্ষ্যা চন্দ্র দাস, সাধারণ সম্পাদক মাহফুজুল হক আবেদ, পৌর বিএনপির সাধারণ সম্পাদক মহসিন আলম, পৌর বিএনপির যুগ্ম সম্পাদক জি এস রুবেল, জেলা যুব দলের সাধারণ সম্পাদক নুরুল আমিন খান, সহ-সভাপতি ফজলে আজিম, জেলা যুবদলের সহ-সাধারণ সম্পাদক মো. সাইফুল ইসলাম পিন্টু, থানা যুবদলের আহ্বায়ক রুস্তম আলী, পৌর যুবদলের আহ্বায়ক জাহের আলম লিটন, চৌমুহনী কলেজ ছাত্রদলের আহ্বায়ক মাহমুদুল হাসান রনি প্রমুখ।
বিডি প্রতিদিন/জুনাইদ আহমেদ