যথাযথ মর্যাদায় সিরাজগঞ্জে মহান বিজয় দিবস উদযাপিত হচ্ছে। দিবসটি উপলক্ষে সূর্যোদয়ের সাথে সাথে ৩১বার তোপধ্বনির মাধ্যমে কর্মসূচির সূচনার পর বাজার স্টেশনের বিজয় সৌধে প্রথমে জেলা প্রশাসনের পক্ষে জেলা প্রশাসক ড. ফারুক আহাম্মদ পুস্পস্তবক অর্পণ করেন।
এরপর পর্যায়ক্রমে পুলিশের পক্ষ থেকে পুলিশ সুপার হাসিবুল আলম, জেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি এ্যাড. কেএম হোসেন আলী হাসানের নেতৃত্বে আওয়ামী লীগ নেতৃবৃন্দ, জেলা মুক্তিযোদ্ধা সংসদ ও প্রেসক্লাবসহ বিভিন্ন রাজনৈতিক, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের নেতৃবৃন্দ পুুস্পস্তবক অর্পণের মাধ্যেমে জাতির বীর সন্তানদের শ্রদ্ধা জানান। সকাল ৯টায় সার্কিট হাউজে আনুষ্ঠানিক সালাম ও জাতীয় পতাকা উত্তোলন করা হয়।
অন্যদিকে ইলিয়ট ব্রিজ সংলগ্ন স্মৃতিসৌধে জেলা বিএনপি ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ শ্রদ্ধা নিবেদন করেন। এছাড়াও জেলার অন্যন্য উপজেলায়ও যথাযথ মর্যাদায় দিবসটি উদযাপন করা হচ্ছে।
বিডি প্রতিদিন/ ওয়াসিফ