‘ভরসার নতুন জানালা’-এই শ্লোগানকে সামনে রেখে এবং কৃষিতে তরুণদের অংশগ্রহণ বৃদ্ধি করতে ও কৃষি উৎপাদনে আগ্রহী করে তুলতে বগুড়ায় উদ্যোক্তা কৃষক সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার বেলা ১১টায় বগুড়া শহরের জলেশ্বরীতলায় একটি হোটেলের কনফারেন্স রুমে সমাবেশের আয়োজন করে স্বেচ্ছাব্রতী সংগঠন বিসেফ ফাউন্ডেশন, বিকশিত বাংলাদেশ ও ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংক লিমিটেড (ইউসিবি)।
সমাবেশে প্রধান অতিথির বক্তব্য প্রদান করেন ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংক লিমিটেড (ইউসিবি) এর ব্যবস্থাপনা পরিচালক মোহম্মদ শওকত জামিল।
অনুষ্ঠানে বক্তব্য রাখেন বগুড়া চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির সভাপতি মাসুদুর রহমান মিলন (সিআইপি), বিটিভির মাটি ও মানুষ অনুষ্ঠানের উপস্থাপক রেজাউল করিম সিদ্দিক।
এসময় সভাপতিত্ব করেন বগুড়া পুলিশ লাইন্স স্কুল অ্যান্ড কলেজের অধ্যক্ষ শাহাদাৎ আলম ঝুনু। বিসেফ ফাউন্ডেশনের স্বেচ্ছাসেবক রাশেদুল ইসলাম রাশেদের সঞ্চালনায় অনুষ্ঠানে বগুড়ার বিভিন্ন এলাকার তরুণ কৃষি উদ্যোক্তা ও কৃষকবৃন্দ বক্তব্য রাখেন।
বিডি প্রতিদিন/এমআই