পঞ্চগড়ে শীতের তীব্রতায় কাঁপছে জনজীবন। গরীব ও দুস্থ মানুষেরা গরম কাপড়ের অভাবে নিদারুণ সময় পার করছেন। সরকারি ও বেসরকারি ভাবে নানা প্রতিষ্ঠান শীতের কাপড় বিতরণ করলেও এখনো সবার কাছে পৌঁছেনি। রবিবার সকালে জাগ্রত বাংলাদেশ নামের একটি স্বেচ্ছাসেবী সামাজিক সংগঠন শীতের কম্বল বিতরণ করেছে। জেলার তিনটি এলাকায় ৩ শতাধিক গরীব ও দুস্থ মানুষের হাতে কম্বল পৌঁছে দেন সংগঠনটির কর্মীরা।
এ সময় সংগঠনটির সভাপতি জাফরিন আক্তার উপস্থিত ছিলেন। তিনি জানান, শীতার্ত মানুষের পাশে আমরা দাঁড়াতে চাই। আগামীতে আরও শীতের কাপড় পৌঁছে দেয়া হবে। শীতার্তদের মাঝে পুরো শীত মৌসুমজুড়ে শীত বস্ত্র বিতরণ কর্মস‚িচ অব্যাহত থাকবে বলে জানান তিনি।
এর আগে দেশে করোনা শুরুর সময় ‘জাগ্রত বাংলাদেশ’ সামাজিক সংগঠনটি দেশের বিভিন্ন জেলায় গরীব মানুষের মাঝে ত্রাণ সামগ্রী সহ মাস্ক ও হ্যান্ড স্যানিটাইজার বিতরণ করে।
বিডি প্রতিদিন/আল আমীন