মুজিববর্ষে মেডিকেল টেকনোলজিস্ট ফোরাম, তমালতলা নাটোরের বাগাতিপাড়ায় দিনব্যাপী ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত হয়েছে। রবিবার সকালে মেডিকেল টেকনোলজিস্ট ফোরাম, তমালতলা বাগাতিপাড়ার আয়োজনে নুরপুর মালঞ্চি উচ্চ বিদ্যালয়ে এলাকাবাসী ও মা-ফার্মেসির সহযোগিতায় দিনব্যাপী মেডিকেল ক্যাম্পের উদ্বোধন করেন নাটোর-১ (লালপুর-বাগাতিপাড়া) আসনের সংসদ সদস্য শহিদুল ইসলাম বকুল।
এ সময় উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান অহিদুল ইসলাম গকুল, বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি আফরোজ্জামান নিপুন, প্রধান শিক্ষক মাহবুব হোসেন, উপজেলা যুবলীগের সভাপতি নাসিম মাহমুদ নসি, আওয়ামী লীগ নেতা অধ্যক্ষ শাহ আলম, উপজেলা ছাত্রলীগের সভাপতি আতিক হাসান বিদ্যুৎ, সাধারণ সম্পাদক শহিদুল ইসলাম মোল্লা, আয়োজক কমিটির ফিরোজসহ বিভিন্ন জেলার হাসপাতাল থেকে ডাক্তারবৃন্দ।
বিডি প্রতিদিন/আল আমীন