গাজীপুরের কালিয়াকৈর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে আর এম পি ওয়েল ফেয়ার সোসাইটির উদ্যোগে আজ রবিবার দুপুরে গ্রাম ডাক্তারদের ২১ দিনব্যাপী আর টি সি প্রশিক্ষণ শুরু হয়েছে।
প্রশিক্ষণের উদ্বোধন করেন ডাক্তার মো: দুলাল হোসেন (পিএইচসি) সহকারী পরিচালক স্বাস্থ্য অধিদপ্তর মহাখালী ঢাকা। এসময় বক্তব্য রাখেন রহুল আমিন চৌধুরী, প্রধান সহকারী (পিএইচসি) স্বাস্থ্য অধিদপ্তর মহাখালী ঢাকা, ডাক্তার নাজমুন নাহার আর এম ও কালিয়াকৈর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স, গ্রাম ডাক্তার আমিনুল ইসলাম মহা-সচিব আর এম পি ওয়েল ফেয়ার সোসাইটি, প্রশিক্ষণ সমন্বয়কারী শোয়াইব মৃধা প্রমুখ।
বিডি-প্রতিদিন/আব্দুল্লাহ