নেত্রকোনার দুর্গাপুরে ট্রাকের চাপায় বালু সর্দার তোতা মিয়া (৪৫) নিহত হয়েছেন। আজ রবিবার বেলা ১২ টায় দিকে উপজেলার ফারাংপাড়া বালু ঘাটে এই দুর্ঘটনা ঘটে। নিহত তোতা মিয়া মিয়া পৌর শহরের বালিকান্দি গ্রামের হাসান আলীর ছেলে।
দুর্গাপুর থানার তদন্ত ইন্সপেক্টর মাহবুবুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, মৃতদেহ ময়না তদন্ত ছাড়াই পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। ঘাতক চালককেও ধরতে অভিযান অব্যাহত আছে। এখন পর্যন্ত লিখিত অভিযোগ পাওয়া যায়নি।
বিডি প্রতিদিন/এ মজুমদার