পটুয়াখালীর কলাপাড়ায় আবির হোসেন নামের পনের মাসের এক শিশু পানিতে ডুবে মারা গেছে। রবিবার দুপুরে উপজেলার লতাচাপলী ইউনিয়নের মুসুল্লীয়াবাদ গ্রামে এ ঘটনা ঘটে।
বাড়ীর সবার অগোচরে পুকুর পাড়ে খেলতে গিয়ে সে পানিতে পড়ে যায়। তাকে অনেক খোঁজখুজির পর পুকুর থেকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। আবির হোসেন মুসুল্লীয়াবাদ গ্রামের ইমাম হোসেনের ছেলে বলে জানা গেছে।
বিডি প্রতিদিন/হিমেল