টাঙ্গাইলের সখীপুরে চারটি ইউনিয়নের আহ্বায়ক কমিটি ঘোষণা করার সাত দিনের মধ্যে কমিটি স্থগিতের নির্দেশ দিয়েছে টাঙ্গাইল জেলা যুবলীগ। এ ঘটনায় ওই কমিটির একাধিক যুগ্ম আহবায়ক, সদস্য ও বঞ্চিতরা আনন্দিত। রবিবার সকালে জেলা যুবলীগের সভাপতি রেজাউর রহমান চঞ্চল ও সাধারণ সম্পাদক ফারুখ হোসেন মানিকের স্বাক্ষর করা এক বিজ্ঞপ্তিতে এ কমিটি স্থগিতের নির্দেশ দেয়।
দলীয় নেতাকর্মীরা জানায়, গত ২০ ডিসেম্বর উপজেলার কাকড়াজান, বহেড়াতৈল, বহুরিয়া ও গজারিয়া ইউনিয়নে যুবলীগের আহ্বায়ক কমিটি ঘোষণা করে সখীপুর উপজেলা যুবলীগের আহ্বায়ক কমিটি। কমিটি গঠনের নিয়ম নীতি না মেনে গঠনতন্ত্র বহির্ভূত চারটি ইউনিয়নের আহ্বায়ক কমিটি দেয়া হয়েছে বলে ওই কমিটি স্থগিত করে জেলা কমিটি। এতে ওই ইউনিয়নের ছাত্রলীগের সাবেক সভাপতি, উপজেলা ছাত্রলীগের সাবেক একাধিক নেতা-কর্মী ইউনিয়ন যুবলীগের আহ্বায়ক থেকে বাদ পড়েন।
বহেড়াতৈল ইউনিয়নের স্থগিত হওয়া যুবলীগের যুগ্ম আহবায়ক মির্জা মামুন বলেন, আমার মতো দীর্ঘদিনের ত্যাগী নেতাকর্মীরা সঠিক মূল্যায়ন না পাওয়ায় কমিটি স্থগিত হওয়ায় খুব খুশি ও আনন্দিত।
উপজেলা যুবলীগের আহ্বায়ক এম.এ ছবুর বলেন, আসন্ন নির্বাচন উপলক্ষে যুবলীগের কমিটি না দেয়ার কথা আগে জানতে পারলে আমরা কমিটি দিতাম না। এখন জেলা কমিটির নির্দেশ অনুযায়ী ইউনিয়ন কমিটিগুলো স্থগিত করা হয়েছে।
বিডি প্রতিদিন/হিমেল