বাগেরহাট জেলা আওয়ামী লীগের ত্রিবার্ষিক সম্মেলনের এক বছরেরও অধিক সময় পর ৭৫ সদস্যবিশিষ্ট নতুন কমিটির অনুমোদন দিয়েছেন কেন্দ্রীয় আওয়ামী লীগের সাধারল সম্পাদক ওবায়দুল কাদের। বৃহস্পতিবার এ অনুমোদন দেওয়া হয়।
বাগেরহাট জেলা আওয়ামী লীগের নতুন কমিটির সভাপতি হয়েছেন জেলা পরিষদের চেয়ারম্যান ও বিগত কমিটির সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা শেখ কামরুজ্জামান টুকু, সাধারণ সম্পাদক হয়েছেন বীর মুক্তিযোদ্ধা ভূঁইয়া হেমায়েত উদ্দিন, এক নম্বর যুগ্ম সাধারণ সম্পাদক হয়েছেন বাগেরহাট পৌর মেয়র
খান হাবিবুর রহমান, কোষাধ্যক্ষ হয়েছেন জেলা তাঁতীলীগের সভাপতি ও বাগেরহাট প্রেসক্লাবের সাধারণ সম্পাদক তালুকদার আব্দুল বাকী।
বাগেরহাট খানজাহার আলী কলেজ মাঠে ২০১৯ সালের ৯ ডিসেম্বর জেলা আওয়ামী লীগের ত্রিবার্ষিক সম্মেলনের এক বছরেরও অধিক সময় পর বৃহস্পতিবার এই নতুন কমিটির অনুমোদন দেওয়া হলো।
বিডি প্রতিদিন/জুনাইদ আহমেদ