জয়পুরহাটের পাঁচবিবিতে ট্রাক ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে মোটরসাইকেল চালক আশিব হোসেন (২৭) নিহত হয়েছেন। এসময় মোটরসাইকেল আরোহী মানিক হোসেন (৩০) গুরুতর আহত হয়েছেন।
আজ সোমবার বিকেলে শিমুলতলী এলাকার জিয়ার মোড় নামক স্থানে এ দুর্ঘটনা ঘটে। নিহত আশিব হোসেন বগুড়ার উপ শহরের মৃত গোলাম রব্বানীর ছেলে। আহত মানিক হোসেন একই গ্রামের মৃত খলিলুর রহমানের ছেলে।
পাঁচবিবি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) পলাশ চন্দ্র দেব বিষয়টি নিশ্চিত করে জানান, সোমবার বিকেলে আশিব ও মানিক মোটরসাইকেল যোগে তাদের মোটরসাইকেলের পার্টস নিতে হিলি বাজারে যাচ্ছিলেন। পথে শিমুলতলী এলাকার জিয়ার মোড় নামক স্থানে পৌঁছালে একটি দ্রুতগ্রামী ট্রাকের সঙ্গে মুখোমুখি সংঘর্ষে ঘটনাস্থলেই আশিব হোসেনের মৃত্যু হয়। পরে আহত মানিক হোসেনকে জয়পুরহাট আধুনিক জেলা হাসপাতালে ভর্তি করা হয়।
বিডি-প্রতিদিন/তাফসীর আব্দুল্লাহ