মাদারীপুরের রাজৈর উপজেলার টেকেরহাট শাহাবুদ্দিন মোল্লা কমপ্লেক্সের পূর্বপাশের রেজা খালাসির হার্ডওয়্যারের দোকানটি আগুনে পুড়ে গেছে। এসময় আশেপাশের বেশ কয়েকটি দোকানের মালামাল নিরাপদ স্থানে সরাতে গিয়েও মারাত্মক ক্ষতিগ্রস্থ হয়েছে। আগুণ নিয়ন্ত্রণে আনতে রাজৈর, মাদারীপুর ও ভাঙ্গার ফায়ার সার্ভিসের ৩টি ইউনিট কাজ করে।
জানা গেছে, মঙ্গলবার (৫ ডিসেম্বর) রাত সোয়া ৯টার দিকে রেজা খালাসির হার্ডওয়্যারের দোকানে অগ্নিকান্ডের ঘটনা ঘটে। খবর পেয়ে রাজৈরের খালিয়া ফায়ার সার্ভিস আগুন নিয়ন্ত্রণে আনতে কাজ করে।
রাজৈর থানার ওসি তদন্ত মোঃ আনোয়ার হোসেন জানান, আগুনের লেলিহান শিখা দোকানের সর্বত্র ছড়িয়ে পরলে মাদারীপুর ও ফরিদপুরের ভাঙ্গার আরও দুটি ইউনিট আগুন নিয়ন্ত্রণে কাজ করে। রাত ১১টার দিকে আগুন পুরোপুরি নিয়ন্ত্রণে আসে। এরই মধ্যে হার্ডওয়্যারের দোকানটি সম্পুর্ণরুপে ভস্মীভূত হয়ে যায়।
বিডি-প্রতিদিন/ তাফসীর আব্দুল্লাহ