ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জ রোডে নসিমন ও আখের ট্রাকের মুখোমুখি সংঘর্ষে রফিকুল ইসলাম (২৬) নামের এক যুবক নিহত হয়েছেন। এতে আহত হয়েছেন আরও একজন।
মঙ্গলবার (৫ জানুয়ারি) রাতে পীরগঞ্জের লোহাগাড়া নামক স্থানে এই দুর্ঘটনা ঘটে। নিহত রফিকুল পীরগঞ্জ সদর উপজেলার খনগাঁও ইউনিয়নের চাঁদপুর গ্রামের মোতালেবের ছেলে।
পীরগঞ্জ ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার মিরাজ আলী জানান, শিবগঞ্জ থেকে পীরগঞ্জ যাওয়ার পথে আখের ট্রাকের সঙ্গে নসিমনের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই মারা যান রফিকুল। আহত ব্যক্তিকে উদ্ধার করে ঠাকুরগাঁও আধুনিক সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।
বিডি-প্রতিদিন/ তাফসীর আব্দুল্লাহ