বরিশালে অস্ত্র ও মাদকের দুই মামলায় বেলায়েত মাতুব্বর বিল্লাল নামে এক ব্যক্তিকে দণ্ডবিধির পৃথক ৩টি ধারায় ৩২ বছরের কারাদণ্ড দিয়েছেন আদালত। বরিশালের জেলা ও দায়রা জজ আদালতের বিচারক মো. রফিকুল ইসলাম মঙ্গলবার (৫ জানুয়ারি) দুপুরে আসামির অনুপস্থিতিতে এই রায় ঘোষণা করেন। দণ্ডপ্রাপ্ত বেলায়েত মাতুব্বর বিল্লাল গৌরনদী উপজেলার পশ্চিম বয়সা গ্রামের এলাকার জালাল মাতুব্বরের ছেলে।
আদালতের বেঞ্চ সহকারি হেদায়েতুনবী জাকির জানান, ২০১৯ সালের ২৪ অক্টোবর রাত ১০ টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে র্যাবের একটি দল বেল্লালের ঘরে অভিযান চালিয়ে একটি পিস্তল, একটি ওয়ান শুটার গান, একটি পিস্তলের ম্যাগজিন, পিস্তলের ৬ রাউন্ড গুলি, একটি ধারালো অস্ত্র এবং ১৫০ বোতল ফেন্সিডিল উদ্ধার করে। এসময় বেল্লালকে আটক করে র্যাব।
এ ঘটনায় পরদিন র্যাব-৮ এর ডিএডি আবু হোসেন শাহরিয়ার বাদী হয়ে বেল্লালের বিরুদ্ধে গৌরনদী থানায় অস্ত্র ও গুলির জন্য একটি এবং মাদকের জন্য একটি মামলা দায়ের করেন। গৌরনদী থানার এসআই আবুল বাশার মোল্লা ২০১৯ সালের ২৮ নভেম্বর বিল্লালের বিরুদ্ধে পৃথক মামলায় আদালতে অভিযোগপত্র জমা দেন। পরে আদালতে ১১ জনের সাক্ষ্য গ্রহণ শেষে আদালত অস্ত্র রাখায় ১০ বছর কারাদণ্ড, গুলি ও কার্তুজ রাখায় ৭ বছর কারাদন্ড এবং ১৫০ বোতল ফেন্সিডিল রাখায় ১৫ বছর কারাদণ্ডসহ ২০ হাজার টাকা জরিমানা, অনাদায়ে আরো ৬ মাসের কারাদণ্ড দেন।
বিডি-প্রতিদিন/ তাফসীর আব্দুল্লাহ