কিশোরগঞ্জে দুই ট্রাকের মুখোমুখি সংঘর্ষে একজন নিহত এবং আরও ২ জন আহত হয়েছেন।
আজ বুধবার সকালে কিশোরগঞ্জ-ভৈরব মহাসড়কের কিশোরগঞ্জ সদর উপজেলার চৌদ্দশত এলাকায় এই দুর্ঘটনা ঘটে।
কটিয়াদী হাইওয়ে পুলিশ জানায়, সকালে পাথরবাহী একটি ট্রাকের সাথে অপর একটি ট্রাকের সংঘর্ষ হয়। খবর পেয়ে পুলিশ ও ফায়ার সার্ভিসের একটি দল ঘটনাস্থলে গিয়ে উদ্ধার তৎপরতা চালায়। আহতদের উদ্ধার করে হাসপাতালে নেওয়ার পথে একজনের মৃত্যু হয়।
আহত অপর দুজনকে কিশোরগঞ্জ সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। নিহত ব্যক্তি একটি ট্রাকের চালক বলে জানা গেছে।
তবে নিহত ও আহতদের বিস্তারিত পরিচয় জানা যায়নি।
বিডি প্রতিদিন/আবু জাফর