কিশোরগঞ্জের কটিয়াদীতে সাবিনা আক্তার (২১) নামে এক নারীকে গলাকেটে হত্যা করেছে দুর্বৃত্তরা।
বুধবার সকালে কটিয়াদী পৌরসভার কমরভোগ এলাকার বাড়ি থেকে তার লাশ উদ্ধার করে পুলিশ। তিনি সৌদি প্রবাসী দীন ইসলামের স্ত্রী।
পুলিশ জানায়, রাত ১১টার দিকে বাড়ির সবাই ঘুমিয়ে পড়েন। সকালে বাড়ির লোকজন ঘুম থেকে উঠে ঘরের দরজা খোলা দেখতে পান। পরে সাবিনার কক্ষে তাকে রক্তাক্ত অবস্থায় পড়ে থাকতে দেখা যায়। খবর পেয়ে পুলিশ গিয়ে লাশের সুরতহাল তৈরি করে ময়নাতদন্তের জন্য কিশোরগঞ্জ মর্গে পাঠায়।
তবে কে বা কারা তাকে হত্যা করেছে তা জানাতে পারেনি পুলিশ।
বিডি প্রতিদিন/কালাম