বরগুনার জেলা প্রশাসক মোস্তাইন বিল্লাহকে নারায়ণগঞ্জ জেলা প্রশাসক হিসেবে বদলী করায় বরগুনার বিভিন্ন সরকারি ও বেসরকারি প্রতিষ্ঠানের পক্ষ থেকে বিদায় সংবর্ধনা জানানো হয়েছে।
আজ বুধবার বরগুনা প্রেসক্লাবসহ বিভিন্ন সামাজিক, সাংস্কৃতিক, পেশাজীবী ও উন্নয়ন সহযোগী সংগঠনের পক্ষ থেকে পৃথক পৃথক ভাবে তাকে বিদায় সংবর্ধনা দেয়া হয়।
বরগুনা প্রেসক্লাব মিলনায়তনে অনুষ্ঠিত বিদায় সংবর্ধনা অনুষ্ঠানে সভাপতিত্ব করেন প্রেসক্লাব সভাপতি অ্যাডভোকেট সন্জীব দাস। আলোচনায় অংশ গ্রহণ করেন প্রেসক্লাবের সাবেক সভাপতি আনোয়ার হোসেন মনোয়ার, সাংবাদিক চিত্ত রন্জন শীল, বাংলাদেশ প্রতিদিনের স্থানীয় প্রতিনিধি মো. হাসানুর রহমান ঝন্টু, সাংবাদিক মুশফিক আরিফ, জাফর হাওলাদার, মিজানুর রহমান, মনির কামাল, আবু জাফর মো. সালেহ প্রমুখ।
উল্লেখ্য, জেলা প্রশাসক হিসেবে দায়িত্ব গ্রহণের পর তিনি বরগুনায় দেশের প্রথম বঙ্গবন্ধু নৌকা জাদুঘর, ইলিশ ফোয়ারা, জেলা প্রশাসক ভবনের ছাদে সবুজ কানন, একাধিক পর্যটন স্থান চিহ্নিত করণ, মুক্তিযুদ্ধ জাদুঘর নির্মাণ, বরগুনা শহরের ব্যবসা প্রতিষ্ঠানের অবকাঠামোর উন্নয়ন, মানবিক সহায়তা, জনস্বার্থে অবৈধ দখলকৃত সরকারি জলমহাল উদ্ধারসহ জনস্বার্থে উল্লেখযোগ্য কাজ করেন।
বিডি প্রতিদিন/আবু জাফর