ধর্মঘট প্রত্যাহার করে আজ থেকে আবারও ভাটা মালিকরা ইট বিক্রয় শুরু করেছেন। বুধবার সকালে বগুড়া জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে পরিবেশ অধিদপ্তর আয়োজিত মতবিনিময় সভায় ইট ভাটা মালিক সমিতির পক্ষ থেকে এ কথা জানানো হয়। এসময় জেলা প্রশাসনের মাধ্যমে প্রধানমন্ত্রী বরাবর স্মারকলিপি দেন মালিকরা। এর আগে গত ১ জানুয়ারি থেকে ইট ভাটা মালিক সমিতি ইট বিক্রয় বন্ধ করেছিলেন।
বুধবার সকালে পরিবেশ অধিদপ্তর রাজশাহী বিভাগীয় কার্যালয়ের পরিচালক আশরাফুজ্জামানের পরিচালনায় বগুড়ার ইটভাটা মালিক সমিতির সাথে মতবিনিময় সভা হয়। মতবিনিময় সভায় সভাপতিত্ব করেন জেলা বগুড়া জেলা প্রশাসক জিয়াউল হক।
সভায় জেলা প্রশাসক জিয়াউল হক বলেন, পরিবেশগত আইন মেনে সবাইকে চলতে হবে। নতুন ইট ভাটা স্থাপনে অবশ্যই পরিবেশ আইন মানতে হবে। দেশের উন্নয়ন ব্যহত হয় এমন কোন কর্মসূচি গ্রহণ না করতে ও ইট বিক্রয় বন্ধের ধর্মঘট তুলে নিয়ে উন্নয়ন সচল রাখতে হবে। প্রধানমন্ত্রীর গৃহীত উন্নয়ন কার্যক্রমে সকলকে অংশগ্রহণের আহ্বান জানান তিনি।
মতবিনিময় সভায় জেলা প্রশাসনের অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) উজ্জল কুমার ঘোষ, পরিবেশ অধিদপ্তর রাজশাহী বিভাগীয় কার্যালয়ের উপ পরিচালক আসাদুর রহমান, জেলা ইট প্রস্তুতকারী মালিক সমিতির সভাপতি আবুল কালাম আজাদ, সাধারণ সম্পাদক আতিকুর রহমান বাদলসহ ইটভাটা মালিক সমিতির নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
জেলা প্রশাসকের আহ্বানে মতবিনিময় সভায় জেলা ইট প্রস্তুতকারী মালিক সমিতির সভাপতি আবুল কালাম আজাদ ইট বিক্রয় বন্ধের ধর্মঘট তুলে নেয়ার কথা জানান এবং আজ থেকে বগুড়া জেলার সকল স্থানে পুনরায় ইট বিক্রয় শুরু হবে।
উল্লেখ্য, গত ২৯ ডিসেম্বর পরিবেশ অধিদপ্তরের মোবাইল কোর্টের হয়রানির অভিযোগে ১ জানুয়ারি থেকে ৭ জানুয়ারি পর্যন্ত ইট বিক্রয় বন্ধ রাখে বাংলাদেশ ইট প্রস্তুতকারী মালিক সমিতি বগুড়া জেলা শাখা।
বিডি প্রতিদিন/হিমেল