ফরিদপুরের চরভদ্রাসনে পানিতে পরে হাসিবুল শেখ (২) নামের এক শিশুর মৃত্যু হয়েছে। বুধবার বেলা ১১টার দিকে সদর ইউনিয়নের কেএম ডাঙ্গী গ্রামে বাড়ির পাশের ডোবা থেকে তাকে উদ্ধার করে চরভদ্রাসন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক আলামিন সরোয়ার তাকে মৃত ঘোষণা করেন।
হাসিবুলের পিতা শেখ ফারুক জানান তার সাথে ভাত খেয়ে হাসিবুল বাইরে বের হয়ে যায়। কিছুক্ষণ পর তাকে দেখতে না পেয়ে খোঁজ করতে থাকে হাসিবুলের মা শম্পা আক্তার। পরে তার বাড়ী হতে ২৫ মিটার দূরে অবস্থিত এক ডোবায় উপুর হয়ে পরে থাকতে দেখে তাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যান। হাসিবুলের বড় এক ভাই ও বোন রয়েছে।
বিডি প্রতিদিন/ ওয়াসিফ