কিশোরগঞ্জের বাজিতপুর উপজেলা কমপ্লেক্সের সম্প্রসারিত প্রশাসনিক ভবন ও হলরুমের ভিত্তিপ্রস্তর স্থাপন করা হয়েছে। কিশোরগঞ্জ-৫ (বাজিতপুর-নিকলী) আসনের সংসদ সদস্য আফজাল হোসেন বুধবার বেলা ১১টায় ভিত্তিপ্রস্তর স্থাপন করেন।
এ সময় উপজেলা পরিষদের চেয়ারম্যান সারওয়ার আলম, উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) দীপ্তিময়ী জামান, অন্যান্য কর্মকর্তা-কর্মচারী ও স্থানীয় আওয়ামী লীগের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। বাজিতপুর স্থানীয় সরকার প্রকৌশল বিভাগের (এলজিইডি) তত্বাবধানে ভবনটি নির্মিত হচ্ছে। এটি নির্মিত হলে পরিষদে আগত জনগণের সেবার মান বৃদ্ধি পাবে বলে সংশ্লিষ্টরা মনে করছেন।
বিডি প্রতিদিন/হিমেল