মানিকগঞ্জের শীতার্তদের মাঝে দেশের অন্যতম শিল্প প্রতিষ্ঠান বসুন্ধরা গ্রুপের পক্ষে কম্বল বিতরণ অব্যাহত রয়েছে।
আজ বুধবার দুপুরে সদর উপজেলার বেতিলা আদর্শ গ্রামে অসহায় তিনশত ব্যক্তির মধ্যে এই কম্বল বিতরণ করা হয়। এর আগে গতকাল মঙ্গলবারও হরিরামপুর উপজেলায় শীতার্তদের মাঝে ৩০০ কম্বল বিতরণ করা হয়। আজ বুধবার কম্বল বিতরণ করেন প্রধান অতিথি মানিকগঞ্জ জেলা প্রশাসক এস এম ফেরদৌস।
এ সময় উপস্থিত ছিলেন সহকারী কমিশনর (ভূমি) আলী রাজিব মাহমুদ মিঠুন, বেতিলা-মিতরা ইউনিয়নের চেয়ারম্যান নাছির উদ্দিনসহ স্থানীয় ব্যক্তিবর্গ। মানিকগঞ্জ জেলা প্রশাসনের ব্যবস্থাপনায় কম্বল বিতরণ অনুষ্ঠানে সকলেই মাস্ক ব্যবহার করেন।
বিডি প্রতিদিন/আবু জাফর