বীর মুক্তিযোদ্ধা, মহিলা পরিষদের সভাপতি ও প্রগতিশীল আন্দোলনের পুরোধা ব্যক্তিত্ব আয়শা খানমের মৃত্যুতে বরিশালে নাগরিক শোকসভা এবং শোক বইতে স্বাক্ষর অনুষ্ঠিত হয়েছে। আজ বুধবার সকাল ১১টায় নগরীর সদর রোডের অশ্বিনী কুমার হলের সামনে সামাজিক প্রতিরোধ কমিটি জেলা শাখার আয়োজনে এই সভা অনুষ্ঠিত হয়। এ সময় নেতৃবৃন্দ বীর মুক্তিযোদ্ধা আয়শা খানমের প্রতিকৃতিতে ফুলেল শ্রদ্ধা নিবেদন করেন।
পরে বরিশাল সচেতন নাগরিক কমিটির (সনাক) সভাপতি অধ্যাপক শাহ্ সাজেদার সভাপতিত্বে অনুষ্ঠিত শোক সভায়
বক্তব্য রাখেন জেলা মহিলা পরিষদ সভাপতি রাবেয়া বেগম, সহসভাপতি নুরজাহান বেগম, সাধারণ সম্পাদক পুস্প চক্রবর্তী, মুক্তিযোদ্ধা এনায়েত হোসেন চৌধুরী, সদর উপজেলা বিএনপি সভাপতি এনায়েত হোসেন বাচ্চু, জেলা গণফোরাম সভাপতি হিরন কুমার দাস মিঠু, জেলা ওয়ার্কার্স পার্টির সভাপতি অধ্যাপক নজরুল হক নিলু, কবি আসমা চৌধুরী, শিক্ষক নেতা দাশ গুপ্ত আশিষ কুমার এবং জেলা ট্রেড ইউনিয়ন নেতা একে আজাদ সহ অন্যান্যরা।
এর আগে মুক্তিযোদ্ধা আয়শা খানমের প্রতি শ্রদ্ধা জানিয়ে শোক বইতে স্বাক্ষর করে তাদের নিজস্ব মতামত প্রকাশ করেন আগতরা।
বিডি প্রতিদিন/এ মজুমদার