মাগুরা সদর উপজেলার বারাশিয়া গ্রামে অবৈধ ব্যাটারি কারখানার এসিড সিসার বিষক্রিয়ায় গবাদি পশুর মৃত্যু ও জনস্বাস্থ্যের ঝুঁকির বিষয়টি তদন্ত করছেন রোগতত্ত্ব, রোগ নিয়ন্ত্রণ ও গবেষণা প্রতিষ্ঠান (আইইডিসিআর)। আক্রান্ত এলাকায় কাজ শুরু করেছেন আইইডিসিআর থেকে আসা ৭ সদস্যের একটি টিম।
বুধবার সকালে তারা বারাশিয়া গ্রামে গিয়ে ব্যাটারি কারখানা এলাকায় বিভিন্ন পরিবারের সদস্যদের সাথে কথা বলে প্রয়োজনীয় তথ্য সংগ্রহ করছেন।
এ বিষয়ে মাগুরার সিভিল সার্জন ডাক্তার প্রদীপ কুমার সাহা জানান, তদন্ত টিম তিন দিন বা তার অধিক মাগুরায় থাকবেন। মঙ্গলবার বিকালে তারা ঢাকা থেকে মাগুরায় এসেছেন। ইতিমধ্যে তারা জেলা স্বাস্থ্য বিভাগ, সদর হাসপাতালের জরুরি বিভাগ, জনস্বাস্থ্য ও প্রকৌশল অধিদপ্তর, প্রাণী সম্পদ বিভাগের সাথে যোগাযোগ করে প্রয়োজনীয় তথ্য সংগ্রহ করেছেন।
বর্তমানে তারা মাঠ পর্যায়ে কাজ করছেন। তদন্ত কাজ শেষ হলে তারা সিভিল সার্জনের দপ্তরে প্রতিবেদন দাখিল করবেন। সে অনুযায়ী পরবর্তী ব্যবস্থা নেয়া হবে। আইইডিসিআর’র মেডিকেল অফিসার ডাক্তার সোহেল রহমান ৭ সদস্যের এই তদন্ত টিমের নেতৃত্ব দিচ্ছেন।
প্রসঙ্গত, মাগুরা সদরের বারাশিয়া গ্রামে অবৈধ ওই ব্যাটারি কারখানার এসিড সিসার বিষক্রিয়ায় গত বছরের শেষ দিকে ২৯টি গরু মারা গেছে। আক্রান্ত হয়েছে আরো শতাধিক গরু। পাশাপাশি শিশুসহ তিনজনের শরীরে সংশ্লিষ্ট নানা উপসর্গ দেখা দিয়েছে।
বিষয়টি জানার পর উপজেলা প্রশাসনের পক্ষ থেকে গত ২ ডিসেম্বর ওই ব্যাটারি কারখানাটি সিলগালা করে আইনগত ব্যবস্থা নেয়া হয়। পাশাপাশি গরু মৃত্যুর কারণ ও জনস্বাস্থ্যের হুমকির বিষয়টি খতিয়ে দেখতে সিভিল সার্জনের পক্ষ থেকে সংশ্লিষ্ট মন্ত্রণালয়ে আবেদন জানানো হয়। যার পরিপ্রেক্ষিতে এই তদন্ত টিম মাগুরায় এসে কাজ শুরু করেছেন।
বিডি প্রতিদিন/এমআই