চসিক নির্বাচন
নগরের সন্তান হিসেবে সেবার দায়িত্ব নিতে চাই: রেজাউল করিম

চট্টগ্রাম সিটি নির্বাচনের আনুষ্ঠানিক প্রচারণার সপ্তম দিনে বুধবার নগরীর বহদ্দারহাট, বলিরহাট, ঘাসিয়া পাড়া, খাজা রোড এলাকায় বাড়ি বাড়ি গিয়ে গণসংযোগ ও নির্বাচনী প্রচারণা করেছেন বাংলাদেশ আওয়ামী লীগ মনোনীত মেয়র পদপ্রার্থী মো. রেজাউল করিম চৌধুরী। এসময় তিনি আসন্ন সিটি নির্বাচনে নৌকা প্রতীকে এলাকাবাসীর কাছে ভোট প্রত্যাশা করে বলেন, আপনাদের সন্তান হিসেবে সেবার দায়িত্ব নিতে চাই। চট্টগ্রাম মহানগরীতে বসবাসকারী সকলেই একটি পরিবার। সিটি কর্পোরেশন এই পরিবারের সেবামূলক কাজ করে। আমি চট্টগ্রামের সন্তান হিসেবে সুখে দুখে সকলের সাথে ছিলাম, আছি এবং থাকব।
এর আগে মেয়র প্রার্থী রেজাউল করিম চট্টগ্রাম উত্তর জেলা আওয়ামী লীগের সভাপতি ও জেলা পরিষদের প্রশাসক এম এ ছালামের সাথে সৌজন্য সাক্ষাতে মিলিত হন তিনি।
গণসংযোগকালে তার সাথে ছিলেন ৩ নং ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি জামাল উদ্দিন, সাধারণ সম্পাদক আবদুল শুক্কুর, ৬ নং ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি শামসুল আলম, কাউন্সিলর প্রার্থী আশরাফুল আলম, লালখান বাজার ওয়ার্ড কাউন্সিলর প্রার্থী আবুল হাসনাত বেলাল, আমজাদ হাজারী, রফিকুল হায়দার রফি, খলিলুর রহমান নাহিদ, খায়রুল আলম প্রমূখ।এ সময় তারা নৌকা প্রতীকের নির্বাচনী লিফলেট বিতরণ করেন। এরপর আমিন জুটমিল ও নাসিরাবাদ ওয়র্ডে গণসংযোগ করেন।
বিডি-প্রতিদিন/ সালাহ উদ্দীন
আপনার মন্তব্য
পরবর্তী খবর