কুষ্টিয়ার মিরপুরে জমি নিয়ে বিরোধে বড় ভাইকে হত্যার অভিযোগ উঠেছে আপন ছোট ভাইয়ের বিরুদ্ধে। ছোট ভাই আব্দুল গফুরের ছোড়া ঢিল বড় ভাই দাউদ খাঁর বুকে লেগে তিনি মারা যান বলে ধারণা করছে পুলিশ।
শনিবার দুপুর দেড়টার দিকে উপজেলার ছাতিয়ান ইউনিয়নের নফরকান্দি এলাকায় মাঠে এ ঘটনা ঘটে। নিহত দাউদ খাঁ উক্ত এলাকার মৃত অমুল্য খাঁর ছেলে।
স্থানীয় ইউপি সদস্য আবুল হাশেম জানান, দুপুরে জমির সীমানা নির্ধারণ নিয়ে দুই ভাইয়ের মধ্যে মাঠে বাকবিতণ্ডা হয়। পরে দাউদ খাঁ বাড়িতে ফেরার পথে হঠাৎ মারা যান।
মিরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গোলাম মস্তফা জানান, দুপুরে জমি সংক্রান্ত জের ধরে ছোট ভাই আব্দুল গফুর তার বড় ভাইয়ের উদ্দেশে ঢিল ছুড়ে মারে। ঢিলটি বড় ভাই দাউদ খাঁ বুকে লেগে মারা যান বলে জানতে পেরেছি।
বিডি প্রতিদিন/এমআই