ব্রাহ্মণবাড়িয়ায় লেখক এস এম নাজমুল কবির ইকবালকে আর্থিক সহায়তা প্রদান ও জেলা প্রশাসনের উদ্যোগে তার লিখিত বই প্রচারের ঘোষণা দিয়েছেন জেলা প্রশাসক হায়াত-উদ-দৌলা খান। বৃহস্পতিবার দুপুরে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে আয়োজিত এক অনুষ্ঠান থেকে তিনি এই ঘোষণা দেন।
জেলা প্রশাসক বলেন, যেসময় যুব সমাজ মাদকে জড়িয়ে যাচ্ছে। স্বার্থ ছাড়া মানুষ কাজ করছে না। সেসময়ে নাজিমুল কবির নিজেকে নিয়োজিত রেখেছেন সাহিত্য সাধনায়।
মাতৃভাষার জন্য তার অবদানের প্রশংসা করে জেলা প্রশাসক বলেন, তার রচিত বইগুলো মুদ্রণ করে পাঠকদের হাতে তুলে দেয়া হবে। পরে তিনি এই লেখকের হাতে নগদ ২৫ হাজার টাকা তুলে দেন এবং জেলা প্রশাসনের তহবিল থেকে বইটি প্রচারের ব্যবস্থা করা হবে বলে জানান।
এসময় উপস্থিত ছিলেন ব্রাহ্মণবাড়িয়া প্রেস ক্লাবের সভাপতি রিয়াজউদ্দিন জামি, সাধারণ সম্পাদক জবেদ রহিম বিজন, ব্রাহ্মণবাড়িয়া টেলিভিশন জার্নালিস্ট অ্যাসোসিয়েশনের সভাপতি মনজুরুল আলমসহ জেলা প্রশাসনের কর্মকর্তা ও বিভিন্ন প্রিন্ট ও ইলেক্ট্রনিক্স মিডিয়ার সাংবাদিকরা।
বিডি প্রতিদিন/এমআই