কুড়িগ্রামে শীতার্ত মানুষের সহায়তায় এগিয়ে এসেছে বিসিএস ১৮তম প্রশাসন ব্যাচ।
শনিবার সকালে জেলার রাজারহাট উপজেলার নাজিম খান হাইস্কুল এন্ড কলেজ মাঠে এসব শীতার্ত মানুষকে প্রধান অতিথি হিসেবে কম্বল বিতরণ করেন কুড়িগ্রাম জেলা প্রশাসক মোহাম্মদ রেজাউল করিম।
এ সময় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন ১৮তম বিসিএস (প্রশাসন) ব্যাচের স্থানীয় সরকার ও পল্লী উন্নয়ণ মন্ত্রণালয়ের যুগ্ম সচিব ও বিদ্যালয়ের প্রাক্তন ছাত্র এরশাদুল হক, রাজারহাট উপজেলা নির্বাহী অফিসার ও নাজিম খান স্কুল এন্ড কলেজের সভাপতি নুরে তাসনিম, রাজারহাট উপজেলা কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট আকলিমা আক্তার, ভারপ্রাপ্ত অধ্যক্ষ আইয়ুব আলী, নাজিম খান ইউপি চেয়ারম্যান আব্দুল মালেক নয়া পাটোয়ারী প্রমুখ।
এতে বিসিএস ১৮তম ব্যাচের কর্মকর্তাদের পক্ষে যুগ্ম সচিব এরশাদুল হক রাজারহাট উপজেলার নাজিম খান ইউনিয়নের এক হাজার শীতার্ত মানুষের মাঝে এসব কম্বল বিতরণের উদ্যোগ নেন।
বিডি-প্রতিদিন/সালাহ উদ্দীন