২৩ জানুয়ারি, ২০২১ ১৭:১১

পিরোজপুরে প্রধানমন্ত্রীর দেওয়া ঘরের দলিল ও চাবি হস্তান্তর

পিরোজপুর প্রতিনিধি :

পিরোজপুরে প্রধানমন্ত্রীর দেওয়া ঘরের দলিল ও চাবি হস্তান্তর

‘মুজিব শতবর্ষে বাংলাদেশের একজন মানুষও গৃহহীন থাকবে না’ প্রধানমন্ত্রী শেখ হাসিনার এই ঘোষণা বাস্তবায়নে পিরোজপুরে প্রথম পর্যায়ে ৩৭৫টি পরিবারকে ঘর দেওয়া হয়েছে। 

শনিবার সকালে পিরোজপুর সদর উপজেলা পরিষদ মিলনায়তনে উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. বশির আহমেদের সভাপতিত্বে জেলা প্রশাসক আবু আলী মো. সাজ্জাদ হোসেন প্রধানমন্ত্রীর পক্ষে ঘরের জমির দলিল ও চাবি তুলে দেন।

এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, পুলিশ সুপার হায়াতুল ইসলাম খান, জেলা আওয়ামী লীগের সভাপতি সাবেক সংসদ সদস্য এ কে এম এ আউয়াল, সহ-সভাপতি শাহজাহান খান, সাধারণ সম্পাদক এম এ হাকিম হাওলাদার, অতিরিক্ত জেলা প্রশাসক মো. হুমায়ুন কবির, প্রেস ক্লাব সভাপতি মুনিরুজ্জামান নাসিমসহ রাজনৈতিক নেতৃবৃন্দ ও জনপ্রতিনিধিরা।

বিডি-প্রতিদিন/সালাহ উদ্দীন  

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর