২৩ জানুয়ারি, ২০২১ ১৭:২৩

বাউফলে ১০ ভূমিহীন পরিবারকে ঘর প্রদান

বাউফল (পটুয়াখালী) প্রতিনিধি

বাউফলে ১০ ভূমিহীন পরিবারকে ঘর প্রদান

মুজিববর্ষ উপলক্ষে বাউফলে ১০টি ভূমিহীন ও গৃহহীন পরিবারকে দুই শতাংশ জমিসহ ঘর দেয়া হয়েছ। প্রধানমন্ত্রী শেখ হাসিনা জাতীয়ভাবে মুজিববর্ষের ঘর প্রদান কার্যক্রম উদ্বোধনের পর উপজেলা প্রশাসন ওই ঘর হস্তান্তর করেন। 

আজ শনিবার সকালে উপজেলা প্রশাসনের উদ্যোগে উপজেলা পরিষদ মিলনায়তনে মুজিববর্ষের উপহার হিসেবে প্রধানমন্ত্রীর ঘর হস্তান্তর কার্যক্রম উদ্বোধন উপলক্ষে এক আলোচান সভার আয়োজন করা হয়। প্রধানমন্ত্রীর উদ্বোধনের পর প্রধানমন্ত্রীর বক্তব্যের রেশ ধরে মুজিববর্ষ ও স্বাধীনতার রজতজয়ন্তী উপলক্ষে সারা দেশের জন্য সরকারের গৃহীত উন্নয়নমূলক কাজের উপর আলোচনা করেন উপজেলা পরিষদ চেয়ারম্যান আবদুল মোতালেব হাওলাদার, উপজেলা নির্বাহী অফিসার জাকির হোসেন এবং সহকারি কমিশনার(ভূমি) আনিছুর রহমান বালি।

অনুষ্ঠানে উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মোসারেফ হোসেন খান, মহিলা ভাইস চেয়ারম্যান মরিয়ম বেগম নিশু, বাউফল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোস্তাফিজুর রহমান এবং সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডার সামসুল আলম মিয়াসহ উপজেলার সরকারি বেসরকারি দপ্তরের সকল কর্মকর্তাবৃন্দ, ইউপি চেয়ারম্যানবৃন্দ, সাংবাদিকবৃন্দসহ উপকারভোগি পরিবারের সদস্যগণ উপস্থিত ছিলেন। এরপর বাউফলের মূল ভূখন্ড থেকে বিচ্ছিন্ন চন্দ্রদ্বীপ ইউনিয়নের ডিয়ারা কচুয়া গ্রামের ১০টি ভূমিহীন ও গৃহহীন পরিবারের মাঝে প্রধানমন্ত্রীর পক্ষে দুই শতাংশ জমির মিউটেশনসহ দলিল এবং সনদপত্রসহ ঘর হস্তান্তর করা হয়। 


বিডি-প্রতিদিন/সিফাত আব্দুল্লাহ

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর